Blog

  • মাধ্যমিক প্রথম অধ্যায় | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় ২০২৫ সাজেশন

    জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

    M.C.Q

    1 > প্রাকৃতিক অক্সিজেন হল

    => IAA

    2> ব্রিজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে

    => জিব্বেরেলিন

    3 > হরমোন হলো

    => এক ধরনের রাসায়নিক সমন্বয়

    4 > দুটি নিউরনের সংযোগস্থলকে বলে

    => সাইন্যাপ

    5 > প্রভু গ্রন্থে বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়

    => পিটুইটারি

    মানুষেরকরোটিক স্নায়ুর সংখ্যা

    => ১২ জোড়া

    লঘুমস্তিষ্কের যোজক টিকে বলে

    => ভারমিস

    পায়রার ডানায় পালকের সংখ্যা

    => 23 টি

    মস্তিষ্কের আবরণ কে কি বলে

    => মেনিনজেস

    মানুষের একটি মিশ্র স্নায়ু হলো

    => ভেগাস

    অ্যামিবার গমন অঙ্গ হল

    => ক্ষনপদ

    নিউরনের কোষ দেহ কে কি বলে

    নিউরোসাইটন

    ডাবের জলে কোন হরমোন থাকে

    সাইটোকাইনিন

    অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি

    ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড

    স্নায়ুর আবরণ কে কি বলে

    এপিনিউরিয়াম

    নিউরোসিল কি

    সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় গহবরকে নিউরোসিল বলে |

    মাছের পাখনার সংখ্যা কয়টি

    মাছের পাখনা সংখ্যা সাতটি

    পটকাবিহীন একটি মাছ হল

    হাঙ্গড় মাছ

    মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি

    ফিমার

    সংবেদন কাকে বলে ?

    উত্তরঃ- পরিবেশের বিভিন্ন প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সকল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে |

    ট্যাকিটিক চলন কাকে বলে ?

    উত্তরঃ- বহিঃস্থ উদ্দীপকের ( আলো, তাপমাত্রা ইত্যাদি ) প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে |

    ফোটোট্যাকটিক চলন কাকে বলে ?

    উত্তরঃ- আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে ফোটোট্যাকটিক চলন বলে |

    পিটুইটারিকে প্রভু গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় ?

    উত্তরঃ- পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে বলে একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে |

    মিশ্রগ্রন্থি কাকে বলে ?

    উত্তরঃ- যে সকল গ্রন্থি অন্তক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে , তাকে মিশ্র গ্রন্থী বলে l

  • মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ । Class 10 Geography suggestion 2025

    মাধ্যমিক

    প্রাকৃতিক ভূগোল:


    বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ
    বায়ুমণ্ডল
    বারি মন্ডল
    বর্জ্য ব্যবস্থাপনা


    অর্থনৈতিক ভূগোল:


    ভারতের প্রাকৃতিক ভূগোল
    ভারতের অর্থনৈতিক ভূগোল
    উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র


    মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 (5 নম্বরের প্রশ্ন)


    বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ


    নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরগুলি চিত্রসহ বর্ণনা করো।
    হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত যেকোন তিনটি ভূমিরূপের বর্ণনা দাও।
    হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও।

    নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত যেকোন তিনটি ভূমিরূপের বর্ণনা দাও।
    হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত যেকোন তিনটি ভূমিরূপের বর্ণনা দাও।
    নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও।


    বায়ুমণ্ডল


    বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো।
    বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে যেকোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো অথবা উচ্চতা ও উষ্ণতার তারতম অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো।
    ওজোন গ্যাস কি? ওজন গ্যাসের কিভাবে উৎপত্তি ও ধ্বংস হয়? ওজোন গ্যাসের গুরুত্ব লেখো।
    বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। অথবা বায়ুমণ্ডলের উষ্ণ হওয়ার পদ্ধতি গুলি কি কি?
    মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো।
    বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো।
    বায়ুর চাপ বলের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। অথবা নিয়ত বায়ু কাকে বলে? বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। অথবা বায়ুর চাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।
    ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
    বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো।


    বারিমন্ডল


    সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো।
    জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাবগুলি লেখো।
    সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।


    ভারতের প্রাকৃতিক অংশ


    ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
    দৈর্ঘ্য/প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো।
    ভারতীয় কৃষিতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো।
    উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখো।
    জল সংরক্ষণ বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের জল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
    ভারতের চা/কফি/ধান/গম/কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো।


    ভারতের অর্থনৈতিক অংশ


    পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।
    ভারতের পশ্চিমাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি?
    ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।
    ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো? ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ গুলি লেখো।
    ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। নগরায়নের সমস্যা বা কুফল গুলি কি কি?


    মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 (3 নম্বরের প্রশ্ন)


    বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ


    মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?
    ব-দ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্ত গুলি লেখো। অথবা নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠে কেন?
    নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো?
    নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
    উপনদী ও শাখা নদীর মধ্যে তিনটি পার্থক্য লেখো।
    গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
    ড্রামলিন ও রসেমতানের মধ্যে পার্থক্য লেখো।
    ইয়ার্দাঙ ও জিউগ্যানের মধ্যে পার্থক্য লেখো।
    সুন্দরবন অঞ্চলের ব-দ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো।
    জলপ্রপাত গড়ে ওঠার কারণ গুলি লেখো।
    বার্খান ও সিফ বালিয়াডির মধ্যে পার্থক্য লেখো।
    মরুভূমি সম্প্রসারনের তিনটি কারণ লেখো।
    ঝুলন্ত উপত্যকায় ব-দ্বীপ গড়ে ওঠে কেন?
    বায়ুর বহন প্রক্রিয়াগুলি কি কি?
    U আকৃতির উপত্যকা ও V আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।


    বায়ুমণ্ডল


    সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
    ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।
    ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন?
    জেট বায়ুপ্রবাহের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো।
    উষ্ণতা বৃষ্টিপাতসূচক লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি দাও।
    মেঘাচ্ছন্ন রাত অধিক উষ্ণ হয় কেন?
    মৌসুমি বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ – ব্যাখ্যা দাও।
    ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে মধ্যে পার্থক্য লেখো।
    মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনিশ্চিত কেন?
    আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো।
    আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমি দেখা যায় কেন?
    পরিচলন বৃষ্টি ও শৈলোৎক্ষেপ বৃষ্টির মধ্যে পার্থক্য লেখো।
    এল নিনোর প্রভাব লেখো।
    বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি লেখো।
    জেট বিমানগুলি বায়ুমন্ডলের কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে ও কেন? অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমানগুলি যাতায়াত করে কেন?
    ওজন স্তরকে ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলে কেন?
    ওজোন গ্যাসের গুরুত্ব লেখো।
    বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে গড়ে ওঠে? অথবা বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? অথবা পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে ও কেন?
    ভারতকে ‘মৌসুমী বায়ুর দেশ’ বলা হয় কেন?
    ওজন গহর সৃষ্টির কারণ ও তার প্রতিকারের উপায়গুলি লেখো।
    জলভাগ অপেক্ষা স্থলোভাগ অধিক উত্তপ্ত হয় কেন?
    মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ হয় কেন?
    আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন?
    আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
    ‘4 O’clock rain’ কাকে বলে?


    বারিমন্ডল


    জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো।
    উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো।
    ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো।
    পূর্ণিমার তুলনায় অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন?
    গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন?
    নিউফাউন্ডল্যান্ড সারাবছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন?
    সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো।
    একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘণ্টা 52 মিনিট হয় কেন?
    পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি?
    জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো।
    পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাঁটা হয় কেন?


    বর্জ্য ব্যবস্থাপনা


    বজ্র কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলো কি কি?
    গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি লেখো।
    বর্জের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়?
    বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা লেখো।
    বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা লেখো।
    প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো।
    বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো।
    বর্জ্য ব্যবস্থাপনায় 3R/4R পদ্ধতি বলতে কী বোঝ?
    ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখো। অথবা ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছে?
    পার্থক্য লেখো: কঠিন বর্জ্য ও তরল বর্জ্য, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য।
    গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি লেখো।
    বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো।

    ভারতের প্রাকৃতিক অংশ


    তরাই ও ভাবর বলতে কী বোঝো?
    দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো।
    কয়েল কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখো।
    পার্থক্য লেখো: পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা।
    ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতমালার প্রভাব আলোচনা করো।
    দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্ক আলোচনা করো।
    গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো।
    উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন?
    নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন?
    দক্ষিণ বাহিনী নদীগুলি খরস্রোতা কেন?
    পশ্চিমবাহিনী নদী গুলিতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
    ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফলগুলি লেখো।
    বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি?
    অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো।
    বন সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো।


    ভারতের অর্থনৈতিক অংশ


    ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো।
    খারিফ শস্য ও রবিশস্যের মধ্যে পার্থক্য লেখো।
    জায়িদ শস্য কাকে বলে? উদাহরণ দাও। অথবা জায়িদ শস্যের বৈশিষ্ট্য গুলি লেখো।
    ধান/পাট/চা/গম চাষের সমস্যাগুলি লেখো।
    উত্তর-পশ্চিম ভারতের গম চাষ উন্নত কেন?

    ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো।
    দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন?
    উত্তর-পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন?
    পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লেখো।
    ‘ভারতের রূঢ়’ বলতে কোন শহরকে বোঝানো হয় ও কেন?
    ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো।
    পূর্ব ভারতে বস্ত্র বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি?
    তামিলনাড়ুতে/দক্ষিণ ভারতে বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি?
    জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন?
    চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন?

    ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো।
    গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন?
    অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি?
    তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে? ভারতে এই শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো।
    জনঘনত্ব বৃদ্ধির কারণ কি?
    আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝ?
    প্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
    সামাজিক বনসৃজন কাকে বলে? এর উদ্দেশ্য গুলি লেখো।

    ভারতীয় কৃষিতে জল সেচের প্রভাব লেখো।
    ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো।


    উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র


    উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো। অথবা উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো
    ভূবৈচিত্রসূচক মানচিত্রে সিরিজগুলি কি কি?

    জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো।
    উপগ্রহ চিত্রের সুবিধা গুলি কি কি?
    ভূবৈচিত্রসূচক মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো।
    পার্বত্য অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য গুলি লেখো।

  • মাধ্যমিক English সাজেশন ২০২৫ | class 10 English Suggestion 2025

    Father’s Help

    (i) Swami ought to have been in the school prayer hall at-

    (a) 9 am(b) 9.30 p.m(c) 10 p.m(d) 8.30 am

    (ii) It seemed to him only a moment ago it was-

    (a) Sunday(b) Monday(c) Friday(d) Sunday morning

    (iii) Swami hoped to-

    (a) avoid the school(b) avoid the tuition(c) go to school1(d) loaf about

    (iv) Swami wailed for headache at-

    (a) 9.30 am(b) 9.00 am(c) 9.30 p.m(d) 9.00 p.m

    (v) Swami loafs about much on-

    (a) Monday(b) SundayEmperor Exclusive Suggestions(c) every day

    ANSWERS

    (i) b, (ii) c, (iii) a, (iv) b, (v) b.

    B. True/False with supporting Statements:

    (i) Swaminathan thought it was Monday morning.

    ➡S.S: F; It looked as though only a moment ago it was Friday.

    (ii) Swami was lying on the bed in Mother’s room when he ought to have been in the school Prayer hall.

    ⇨S.S: F; When he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench is Mother’s room.

    (iii) When Swami excused of his headache his father accepted.

    ➡S.S: F; Nonsense! Dress up and go.

    (iv) Swami changed his methods.

    ➡S.S: T; Swami changed his tactics.

    (v) According to Swaminathan, the headmaster is scared of Samuel.

    =>S.S: T; They said that even the headmaster is afraid of him.

    C. Answer the following questions :

    (i) Why did Swami realise with a shudder that it was Monday morning?

    Ans: Swami realised with a shudder that it was Monday morning because it looked as though only a moment ago it was Friday.

    (ii) What did Mother suggest Swami when he wailed that he had headache ?

    Ans: Mother suggested Swami might stay at home when he waïled that he had headache.

    (iii) What did Swami’s father advise Swami, when he excused of his headache ?

    Ans: Swami’s father advised Swami to loaf about less on Sundays so that he would be without a headache on Monday, when he excused of his headache.

    (iv) Why did Swami change his tactics ?

    Ans: Swami changed his tactics as he knew his father could be very strict.

    (v) How did Swami describe Samuel in the context ?

    Ans: Swami described Samuel as a very angry man and specially angry with the boys who came in late.

    (vi) What did Swami say when he was asked to complain to headmaster about Samuel ?

    Ans: When Swami was asked to complain to headmaster about Samuel he said that even the headmaster was afraid of him.

  • মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৫ | Class 10 Physical science suggestion 2025

    মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

    M C Q :-

    ১> নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়?

    => অক্সিজেন

    ২> কোনটি ওজোন স্তর কে ক্ষয় করে না ?

    =>Co2

    ৩ > বায়ু মন্ডলের প্রধান উপাদান কী ?

    => N2

    ৪ > বায়োগ্যাসের প্রধান উপাদান কী ?

    => CH4

    ৫ > LPG -র প্রধান উপাদান কী ?

    => বিউটেন

    ৬ > রকেটের জ্বালানি হিসেবে ব্যবহারিত হয় –

    => তরল হাইড্রোজেন

    ৭ > সিএনজি (CNG) -এর প্রধান উপাদান কি ?

    => মিথেন

    ৮ > কোনটি বায়োফুয়েল ?

    => গোবর গ্যাস

    ৯ > বেতার তরঙ্গ প্রতিফলিত করে বেতার যোগাযোগের সাহায্য করে বায়ুমণ্ডলের কোন স্তর ?

    => আয়নোস্ফিয়ার

    ১০ > বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল ?

    => মেসোস্ফিয়ার

    ১১. প্রাকৃতিক সৌরপর্দা রূপে কাজ করে কোন্ অঞ্চল?

    Ans: ওজোনোস্ফিয়ার।

    ১২. প্রতি বছর পৃথিবীর গড় উদ্ধৃতার কী পরিবর্তন হয়?

    Ans: 0.05°C করে বৃদ্ধি পায়।

    ১৩. Rock Oil বা Mineral Oil কী?

    Ans: পেট্রোলিয়াম।

    ১৪. তাপনমূল্যের ক্রমানুসারে বিভিন্ন প্রকার কয়লার নাম লেখো।

    Ans: অ্যানথ্রাসাইট বিটুমিনাস > লিগনাইট > পিট।

    ১৫. একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।

    Ans: মিথেন (CH)

    ১৬. বায়োগ্যাস উৎপাদনে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়।

    Ans: মিথানোজেনিক ব্যাকটেরিয়া।

    ১৭. একটি বায়োফুয়েলের নাম লেখো।

    Ans: বায়োডিজেল।

    ১৮. মিথেন হাইড্রেটের সংকেত লেখো।

    Ans: 4CH, 23Н2О.

    ১৯. কোন্ জ্বালানির তাপনমূল্য সর্বাধিক?

    Ans: হাইড্রোজেন [150 kJ.g¹]

    ২০. CFC এবং NO বাদে এমন একটি পদার্থের নাম লেখো যা ওজোনস্তরের ক্ষয়সাধন করে?

    Ans: হ্যালোন।

    ২১. ভূ-তাপশক্তির উৎস কী?

    Ans: আগ্নেয়গিরি, উয় প্রস্রবণ।

    ২২. সৌরকোশে শক্তির কীরূপ রূপান্তর ঘটে?

    Ans: সৌরশক্তি থেকে তড়িৎশক্তি।

    ২৩. সৌরকোশের ব্যবহার লেখো ?

    Ans: ক্যালকুলেটর, খেলনা, ট্রাফিক সিগন্যাল, বৈদ্যুতিক আলো জ্বালাতে এবং কৃত্রিমউপগ্রহে ব্যবহৃত হয়।

    ২৪. তাপনমূল্যের মাত্রা কী?

    Ans: [L2T-2]

    ২৫. জ্বালানি ব্যতীত LPG র একটি ব্যবহার লেখো।

    Ans: হিমায়ক রূপে।

    ২৬. কোল-বেড থেকে কোন্ জ্বালানি গ্যাস আহরণ করা হয়?

    Ans: মিথেন (CH)

    ২৭. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উন্নায়ন ঘটে।

    Ans: CO₂, CH, CFC

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৫ | Class 10 Life Science Suggestion 2025

    MCQ:-

    ১> হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন

    উত্তর: বেলিস ও স্টারলিং

    ২> প্রাকৃতিক অক্সিন হল

    IAA

    ৩> টেস্টোস্টেরন নিচের কোন গ্রন্থি থেকে নির্গত হয়

    শুক্রাশয়

    ৪> মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি

    STH

    ৫> প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড হল

    পিটুইটারি

    দুটি নিউরনের সংযোগস্থল কে বলে

    সাইন্যাপস

    মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল

    ১২ জোড়া

    মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হল

    ৩১ জোড়া

    লঘু মস্তিষ্কের যোজকটি কে কি বলা হয়

    ভারমিস

    অ্যামিবার গমন অঙ্গের নাম হল

    ক্ষনপদ

    ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো

    ইস্ট্রোজেন

    কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে

    অক্সিন হরমোন

    পায়রা ডানায় পালকের সংখ্যা

    ২৩ টি

    ডাবের জলে কোন হরমোন থাকে

    সাইটোকাইনিন

    গমনে সক্ষম এমন একটি উদ্ভিদ হল

    ভলভক্স

    মস্তিষ্কের আবরণ কে কি বলে

    মেনিনজেস

    নিউরনের কোষ দেহ কে কি বলে

    নিউরোসাইট অন

  • মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ সাজেশন ২০২৫। Class 10 History Suggestion 2025

    ইতিহাসের ধারনা ( অধ্যায় ১ )

    MCQ :-

    1> পৃথিবীর কোথায় প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল ?

    উত্তরঃ গ্রিসে

    ২> কবে ভারতে চিত্রশিল্পের যাত্রা শুরু হয়ে ছিল ?

    উত্তরঃ ১৮৫০ খ্রিস্টাব্দে

    ৩> কার আমলে ভারতে রেলপথ সম্প্রসারিত হয়েছিল ?

    উত্তরঃ লর্ড ডালহোউসির আমলে

    ৪> ভারতের পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলনের নাম কি ?

    উত্তরঃ চিপকো আন্দোলন

    ৫> ভারতের বিজ্ঞানচর্চার পথিকৃৎ হলেন –

    উত্তরঃ প্রফুল্লচন্দ্র রায়

    ৬>ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো –

    উত্তরঃ রাজতরঙ্গিণী

    ৭>হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেন ?

    উত্তরঃ নবগোপাল মিত্র

    ৮> ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় ?

    উত্তরঃ ১৮৭৮ খ্রিস্টাব্দ থেকে

    ৯> “একাত্তরের ডায়রি”-র রচিয়তা কে ?

    উত্তরঃ সুফিয়া কামাল

    সত্য/মিথ্যা :-

    প্রশ্নউত্তর
    ‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু ছিল বাংলার মন্বন্তর ।সত্য
    ‘হুতোম প্যাঁচার নকশা’ রচনা করেন কালী প্রসন্ন সিংহসত্য
    ‘ সুবর্ণরেখা’ চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক সত্য
    সরকারি প্রতিবেদন গুলি সংরক্ষিত হয় লেখাগারেসত্য
    বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসুসত্য

    সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

    প্রশ্নঃ পোশাকের বিবর্তনের ইতিহাস নিয়ে আলোচনা করে এমন কয়েকটি গ্রন্থের নাম লেখো।

    মলয় রায়ের ‘বাঙালীর বেশবাস, বিবর্তনের রূপরেখা’, কার্ল কোহলারের ‘পোশাকের ইতিহাস’, এম্মা টারলোর ‘ক্লোথিং ম্যাটারস্ ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া’ প্রভৃতি।

    প্রশ্নঃ বাংলার নাট্যচর্চার ইতিহাস বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

    ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’, সত্যজীবন মুখোপাধ্যায়ের ‘দৃশ্যকাব্য পরিচয়’, আশুতোষ ভট্টাচার্যের ‘বাংলা নাট্যসাহিত্যের ইতিহাস’ বালদুন ধিংড়ার ‘এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া’।

    প্রশ্নঃ চলচ্চিত্রের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।ও

    ঋত্বিককুমার ঘটকের ‘চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু’; সত্যজিৎ রায়ের ‘একেই বলে শুটিং’; তপন সিংহের ‘চলচ্চিত্র আজীবন’, ফারনাহা মিলির ‘সিনেমা এলো কেমন করো; ফ্রান্সেসকো ক্যাসেটির ‘থিওরিস অব সিনেমা’।

    প্রশ্নঃ ভারত ইতিহাসে ফটোগ্রাফির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা কাদের?

    ভারত ইতিহাসে ফটোগ্রাফির ক্ষেত্রে বিদেশি ফটোগ্রাফারদের মধ্যে উল্লেখযোগ্য ডঃ জন মুরে, টাইটলার দম্পতি। তাঁরা মহাবিদ্রোহের ছবি তোলার জন্য আসেন। ভারতীয় ফটোগ্রাফারদের মধ্যে উল্লেখযোগ্য বিদ্যা দেহেজিয়া, কবিতা সিং, গীতা কাপুর প্রমুখ।

    প্রশ্নঃ ‘সত্তর বৎসর’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এর থেকে কী জানতে পারি?

    ‘সত্তর বৎসর’ আত্মজীবনীমূলক গ্রন্থটি রাজনীতিবিদ বিপ্লবী বিপিনচন্দ্র পাল কর্তৃক রচিত। ‘প্রবাসী’ পত্রিকায় এ নিয়ে ধারাবাহিকভাবে তিনি লিখেছিলেন। পরবর্তীকালে তাঁর রচনা গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এই গ্রন্থটি থেকে লেখকের জন্মস্থান শ্রীহট্ট জেলার পৈল গ্রাম, বংশ পরিচয়, বাল্যকাল সম্বন্ধে বিশদে জানা যায়। এছাড়া তৎকালীন কলকাতা শহরের সমাজ, ব্রাহ্মসমাজ আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে যোগদান প্রভৃতিও জানা যায়।

    প্রশ্নঃ দু’টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো।

    দু’টি পরিবেশগত আন্দোলনের নাম হলো চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন।

    খেলার ইতিহাস নিয়ে মৌলিক গবেষণা করেছেন এমন দুই ভারতীয়ের নামলেখো।

    • খেলার ইতিহাস নিয়ে মৌলিক গবেষণা করেছেন এমন দুই ভারতীয় হলেন বোরিয়া মজুমদার, আশিস নন্দী |

    রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনস্মৃতি’ থেকে আমরা কীজানতে পারি?

    • রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থ থেকে আমরা তৎকালীন রাজনৈতিক ঘটনাবলির বিশদ বিবরণ পাই না। বরং এই সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ, দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা, স্বদেশি যুগে শিক্ষা ব্যবস্থা, কারখানা প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ, হিন্দুমেলা সম্বন্ধে বিশদে জানা যায়।

    ‘জীবনের ঝরাপাতা’ কার রচনা? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি?ও

    ‘জীবনের ঝরাপাতা’ সরলাদেবী চৌধুরানি রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতীয় কৃষক ও শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায়, অত্যাচার, ছাত্র-যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা, ঠাকুরবাড়ির সংস্কৃতি, বাংলার সমাজজীবন সম্বন্ধে বিশদে জানা যায়। সরলাদেবী ছিলেন স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যোগসূত্র। এই ঐতিহাসিক তথ্যটি তাঁর গ্রন্থ থেকে জানা যায়।

    বিশ্লেষণধর্মী প্রশ্নো

    আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের ভূমিকা বিশ্লেষণ করো।

    আধুনিক ভারতের ইতিহাস চর্চার অন্যান্য উপাদানের মতোই সরকারি নথিপত্রেরগুরুত্ব কোনো অংশে কম নয়। ঐতিহাসিকদের কাছে সবচেয়ে বেশি সুবিধাজনক আধুনিক ভারতের অধিকাংশ সরকারি নথিপত্র, দস্তাবেজ ইংরেজি ভাষায় লিখিত।”

    > ইতিহাসচর্চার উপাদান হিসেবে ভূমিকা: সরকারি নথিপত্রকে মূলত চারভাগে ভাগ করা যেতে পারে। যেমন- সরকারি আধিকারিক বা আমলাদের প্রতিবেদন, পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট, বিভিন্ন সরকারি বিবরণ ও চিঠিপত্র। সরকারি আধিকারিকরা বিভিন্ন কাজকর্ম নিয়ে একাধিক চিঠিপত্র ও নোট লেখেন। এসব পরবর্তীকালে সরকারি মহাফেজখানা বা সংরক্ষণাগারে রাখা হয়, এগুলি থেকে তৎকালীন সময়ের সরকারি কাজকর্মের ধারণা পাওয়া গবেষকদের কাছে সহজ হয়। পুলিশ ও গোয়েন্দা রিপোর্টে বা প্রতিবেদনে দেশের সামাজিক স্থিতিশীলতা অথবা অস্থিরতার বিবরণ মেলে।

    প্রশ্ন-বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার গতিপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে টীকা লেখো।

    Ans আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ ধারা হলো বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। বিজ্ঞানের বিকাশের সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তি আবিষ্কার ও তার অগ্রগতি এই ইতিহাসচর্চার মূল উপাদান।বিজ্ঞানীরা প্রকৃতি ও মানবশারীরতত্ত্ব সম্পর্কে পর্যবেক্ষণ ও গবেষণা ও তার ব্যাখ্যা নির্ধারণ করার ফলেই জ্ঞানের উন্মোচন হয়েছে। এই বিজ্ঞানচর্চাই হলো এই ইতিহাস আলোচনার মুখ্য বিষয়। ইউরোপ ছিল অষ্টাদশ শতাব্দীর বৈজ্ঞানিক, প্রযুক্তি, শারীরজ্ঞান ও চিকিৎসাবিদ্যার অগ্রগতির অন্যতম পীঠস্থান। নবজাগরণের পরবর্তী সময়ে এই বিষয়গুলির কতখানি উন্নতি হয়েছিল তা এই ইতিহাসচর্চার মাধ্যমে জানা যায়।এই ইতিহাসচর্চার অন্য একটি আলোচনার বিষয় হলো বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার মানবসমাজের উপর প্রভাব। মানবসভ্যতার অগ্রগতির একটি উল্লেখযোগ্য বিষয় ছিল আগুন ও চাকার আবিষ্কার। যত দিন গেছে মানুষ কীভাবে তার বিদ্যাবুদ্ধিকে কাজে লাগিয়ে নানা ধরনের যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, যানবাহন প্রভৃতির আবিষ্কার ও উন্নতি করে মানবসভ্যতাকে যন্ত্রসভ্যতায় উত্তরণ ঘটিয়েছে-এই ব্যাখ্যা করাও এই ইতিহাসের বৈশিষ্ট্য। ইতিহাসচর্চার মাধ্যমে যেমন বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার অগ্রগতি ব্যাখ্যা করা যায় তেমনই যে কোনো প্রকার ইতিহাসচর্চার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার আজ একটি অত্যাবশ্যকীয় উপাদান।

    প্রশ্ন => আধুনিক ভারতের ইতিহাসচর্চায় প্রয়োজনীয় উপাদান সম্বন্ধে লেখো।

    Ans =>আধুনিক ভারতের ইতিহাসচর্চার জন্য নানা ধরনের উপাদানের সমাবেশ দেখা যায়। এগুলি হলো-• সরকারি নথিপত্র: সরকারি নথিপত্রগুলি হলো-(ক) বিভিন্ন রকম সরকারি প্রতিবেদন। (খ) বিভিন্ন সরকারি কর্মচারীর রিপোর্ট।( গ) বিভিন্ন সরকারি কর্মচারীর ব্যক্তিগত বিবরণ।(ঘ) বিভিন্ন কমিশনের রিপোর্টসমূহ।• আত্মজীবনী ও স্মৃতিকথা: বর্তমান ইতিহাসচর্চায় বিভিন্ন ব্যক্তির বিভিন্ন