জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
M.C.Q
1 > প্রাকৃতিক অক্সিজেন হল
=> IAA
2> ব্রিজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে
=> জিব্বেরেলিন
3 > হরমোন হলো
=> এক ধরনের রাসায়নিক সমন্বয়
4 > দুটি নিউরনের সংযোগস্থলকে বলে
=> সাইন্যাপ
5 > প্রভু গ্রন্থে বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়
=> পিটুইটারি
মানুষেরকরোটিক স্নায়ুর সংখ্যা
=> ১২ জোড়া
লঘুমস্তিষ্কের যোজক টিকে বলে
=> ভারমিস
পায়রার ডানায় পালকের সংখ্যা
=> 23 টি
মস্তিষ্কের আবরণ কে কি বলে
=> মেনিনজেস
মানুষের একটি মিশ্র স্নায়ু হলো
=> ভেগাস
অ্যামিবার গমন অঙ্গ হল
=> ক্ষনপদ
নিউরনের কোষ দেহ কে কি বলে
নিউরোসাইটন
ডাবের জলে কোন হরমোন থাকে
সাইটোকাইনিন
অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি
ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড
স্নায়ুর আবরণ কে কি বলে
এপিনিউরিয়াম
নিউরোসিল কি
সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় গহবরকে নিউরোসিল বলে |
মাছের পাখনার সংখ্যা কয়টি
মাছের পাখনা সংখ্যা সাতটি
পটকাবিহীন একটি মাছ হল
হাঙ্গড় মাছ
মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি
ফিমার
সংবেদন কাকে বলে ?
উত্তরঃ- পরিবেশের বিভিন্ন প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সকল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে |
ট্যাকিটিক চলন কাকে বলে ?
উত্তরঃ- বহিঃস্থ উদ্দীপকের ( আলো, তাপমাত্রা ইত্যাদি ) প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে |
ফোটোট্যাকটিক চলন কাকে বলে ?
উত্তরঃ- আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে ফোটোট্যাকটিক চলন বলে |
পিটুইটারিকে প্রভু গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় ?
উত্তরঃ- পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে বলে একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে |
মিশ্রগ্রন্থি কাকে বলে ?
উত্তরঃ- যে সকল গ্রন্থি অন্তক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে , তাকে মিশ্র গ্রন্থী বলে l
ঃ
স
Leave a Reply