মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৫ | Class 10 Physical science suggestion 2025

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

M C Q :-

১> নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়?

=> অক্সিজেন

২> কোনটি ওজোন স্তর কে ক্ষয় করে না ?

=>Co2

৩ > বায়ু মন্ডলের প্রধান উপাদান কী ?

=> N2

৪ > বায়োগ্যাসের প্রধান উপাদান কী ?

=> CH4

৫ > LPG -র প্রধান উপাদান কী ?

=> বিউটেন

৬ > রকেটের জ্বালানি হিসেবে ব্যবহারিত হয় –

=> তরল হাইড্রোজেন

৭ > সিএনজি (CNG) -এর প্রধান উপাদান কি ?

=> মিথেন

৮ > কোনটি বায়োফুয়েল ?

=> গোবর গ্যাস

৯ > বেতার তরঙ্গ প্রতিফলিত করে বেতার যোগাযোগের সাহায্য করে বায়ুমণ্ডলের কোন স্তর ?

=> আয়নোস্ফিয়ার

১০ > বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল ?

=> মেসোস্ফিয়ার

১১. প্রাকৃতিক সৌরপর্দা রূপে কাজ করে কোন্ অঞ্চল?

Ans: ওজোনোস্ফিয়ার।

১২. প্রতি বছর পৃথিবীর গড় উদ্ধৃতার কী পরিবর্তন হয়?

Ans: 0.05°C করে বৃদ্ধি পায়।

১৩. Rock Oil বা Mineral Oil কী?

Ans: পেট্রোলিয়াম।

১৪. তাপনমূল্যের ক্রমানুসারে বিভিন্ন প্রকার কয়লার নাম লেখো।

Ans: অ্যানথ্রাসাইট বিটুমিনাস > লিগনাইট > পিট।

১৫. একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।

Ans: মিথেন (CH)

১৬. বায়োগ্যাস উৎপাদনে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়।

Ans: মিথানোজেনিক ব্যাকটেরিয়া।

১৭. একটি বায়োফুয়েলের নাম লেখো।

Ans: বায়োডিজেল।

১৮. মিথেন হাইড্রেটের সংকেত লেখো।

Ans: 4CH, 23Н2О.

১৯. কোন্ জ্বালানির তাপনমূল্য সর্বাধিক?

Ans: হাইড্রোজেন [150 kJ.g¹]

২০. CFC এবং NO বাদে এমন একটি পদার্থের নাম লেখো যা ওজোনস্তরের ক্ষয়সাধন করে?

Ans: হ্যালোন।

২১. ভূ-তাপশক্তির উৎস কী?

Ans: আগ্নেয়গিরি, উয় প্রস্রবণ।

২২. সৌরকোশে শক্তির কীরূপ রূপান্তর ঘটে?

Ans: সৌরশক্তি থেকে তড়িৎশক্তি।

২৩. সৌরকোশের ব্যবহার লেখো ?

Ans: ক্যালকুলেটর, খেলনা, ট্রাফিক সিগন্যাল, বৈদ্যুতিক আলো জ্বালাতে এবং কৃত্রিমউপগ্রহে ব্যবহৃত হয়।

২৪. তাপনমূল্যের মাত্রা কী?

Ans: [L2T-2]

২৫. জ্বালানি ব্যতীত LPG র একটি ব্যবহার লেখো।

Ans: হিমায়ক রূপে।

২৬. কোল-বেড থেকে কোন্ জ্বালানি গ্যাস আহরণ করা হয়?

Ans: মিথেন (CH)

২৭. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উন্নায়ন ঘটে।

Ans: CO₂, CH, CFC

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *